ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে সুপেয় পানি বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের হাতে খাবার পানির বোতল তুলে দেন তারা।
তীব্র গরমের মধ্যে পরীক্ষার্থীদের স্বস্তি দিতে ছাত্রদলের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসিত হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।
আদিব নামের এক পরীক্ষার্থী বলেন, “এটি সত্যিই প্রশংসনীয় ও ব্যতিক্রম উদ্যোগ। এর জন্য ছাত্রদল নেতাকর্মীদের অসংখ্য ধন্যবাদ।”
আরেক পরীক্ষার্থী আদিবা ইসলাম বলেন, “এই তীব্র গরমে বিশুদ্ধ পানি পেয়ে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। ছাত্রদলের ভাইদের প্রতি কৃতজ্ঞতা।”
কণা নামের অপর এক পরীক্ষার্থী বলেন, “বিশুদ্ধ পানি উপহারের জন্য ছাত্রদলের ভাইদের ধন্যবাদ জানাই।”
পরীক্ষার্থীদের অভিভাবকরাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমিনুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, “ছাত্র সংগঠনগুলোর এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত। এতে ভবিষ্যৎ প্রজন্ম রাজনীতিতে উৎসাহিত হবে।”
পানিবিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল সরকার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব কাইমুর রহমান অনিক, পৌর ছাত্রদল নেতা আবু বক্কর, কলেজ ছাত্রদল নেতা আবু সালেক প্রমুখ।
ছাত্রদল নেতা আশরাফুল সরকার বলেন, “অতিরিক্ত গরম থেকে পরীক্ষার্থীদের সামান্য স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনা ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের অনুপ্রেরণায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জাতীয়তাবাদী দলের দুর্দিনের কান্ডারী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এনএ/


