22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। আক্রান্তরা অবাধে মিশছেন স্থানীয়দের সাথেও। এতে আতংকিত স্থানীয়রা। চিকিৎসকরা বলছেন, রোহিঙ্গাদের মাঝে বহু বিবাহ প্রচলন এবং অবাধ মেলামেশার কারণেই এইডস সংক্রমণের হার বেশি। এইচআইভি আক্রান্ত রোহিঙ্গাদের আলাদা জোনে রাখার দাবি জনপ্রতিনিধিদের।

বিশ্বের সবচেয়ে বড় শরনার্থী শিবির এই রোহিঙ্গা ক্যাম্প। এখানে বসবাস করছে ১১ লাখেরও বেশী রোহিঙ্গা।

সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। আক্রান্ত রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে অবাধে চলাফেলা করছে বাইরেও। ফলে এইচআইভি আক্রান্তের শঙ্কা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

গেলো ৩ মাসে শুধুমাত্র সদর হাসপাতালে নমুনা পরীক্ষায় এইচআইভি পজিটিভ হয়েছেন ৫৩ জন। এর মাঝে ৪১ জনই রোহিঙ্গা।

চিকিৎসকরা বলছেন, রোহিঙ্গাদের মাঝে বহু বিবাহ প্রচলন, অবৈধ মেলামেশা এবং নিরাপদ উপকরণের ব্যবহার না করাসহ নানা কারণেই বাড়ছে এইডসের সংক্রমণ।

ক্যাম্প থেকে বের হয়ে স্থানীয়দের সাথে মেলামেশা ঠেকাতে, আক্রান্ত রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতরেই তাদের আলাদা জোনে পর্যবেক্ষণে রাখার দাবী জনপ্রতিনিধিদের।

এখনই সতর্ক হওয়া না গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশংকা বিশেষজ্ঞদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন