পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের উদ্যোগে নারকেল গাছের চারা রোপন করা হয়েছে।
শুক্রবার সকালের দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫০টি নারকেল গাছের চারা রোপন করেন।
এ সময় ইউএনও ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন-গোয়ালন্দ উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমান।
ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, প্রাকৃতিক শোভা বাড়ানো, জীবন ও সম্পদ রক্ষার্থে এবং অক্সিজেন সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে প্রথমে দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫০টি নারকেল গাছের চারা রোপন করা হলো। এ বছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস প্রাঙ্গন, রাস্তার ধারে ফলদ, বনজ সহ বিভিন্ন ধরনের দুই হাজার আরো গাছের চারা রোপন করা হবে।
বিজ্ঞাপন


