18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশ-নেপাল মহারণ কাল

বিশ্বকাপের সুপার এইটে ওঠার লক্ষ্য আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৫টায়। টাইগারদের জয় নিয়ে আত্মবিশ্বাসি তানজিম হাসান সাকিব।

সুপার এইটের পথ অনেকটাই পরিষ্কার বাংলাদেশের সামনে। তবে নেপাল সবশেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে লড়াই করে ১ রানে হেরেছে তাতে দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়ারই কথা। বাংলাদেশ দলকে প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিয়েই খেলতে হবে।

জিতলে তো সরাসরি সুপার এইট নিশ্চিত। তবে হেরে গেলে পানির মতো সহজ হবে না পরের রাউন্ডে ওঠা। বাংলাদেশকে হারালে অবশ্য সরাসরি নেপালের সুযোগ থাকবে না সুপার এইটে যাওয়ার। কেননা রান রেটে অনেক বেশি পিছিয়ে তারা।

তবে কোন জটিল হিসেবে যেতে চায়না বাংলাদেশ। জয় দিয়েই পা রাখতে চায় সুপার এইটে।

প্রোটিয়াদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছে নেপাল। তাই তাদেরকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখতে নারাজ তানজিম।

নেপালের সঙ্গে বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছে মাত্র একটি। সেটি ১০ বছর আগে ২০১৪ সালে ঘরের মাঠে টি- টোয়েন্টি বিশ্বকাপে। চট্টগ্রামে ৮ উইকেটে নেপালকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আয়োজকরা। সেই সুখস্মৃতিটা অক্ষুন্ন রাখতে চাইবে লাল সবুজরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন