আষাঢ়ের মেঘলা দিনে ঈদুল আজহা। ঢাকার সব অলিগলিতে কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। রাজধানীতে এতোদিন গরমে অস্বস্তি থাকলেও খুশির এই ঈদে আবহাওয়া স্বস্তি দিচ্ছে সবাইকে। বলছেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই কোরবানিতে আত্বশুদ্ধির পথ অর্জন হবে।
ঈদুল আজহায় পশু কোরবানি মুসলমানদের জন্য ওয়াজিব। আল্লাহর সন্তুষ্টি পেতেই তাদের এই পশু জবাই।
সকালে ঈদের নামায আদায় করেই মুসল্লিরা পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পরেন। কোরবানি যারা দিচ্ছেন, তারা বলছেন, ত্যাগের মহিমায় এ বিসর্জন তাদের।
আষাঢ়ের দিনে বৃষ্টি না হলেও সকাল থেকেই মেঘলা আকাশ। এতোদিন গরমের বিড়ম্বনা ছিলো। তবে আজ রাজধানীতে সেই অস্বস্তি নেই। তাই খুশি মনেই কোরবানি দিচ্ছে মানুষ।
পাড়া মহল্লার রাস্তা, নিজেদের বাড়ি পথ কিংবা গ্যারেজ বেছে নেয়া হয় এবার পশু জবাই করতে। কোরবানি আল্লাহ কবুল করবেন, প্রত্যাশা সবার।
সামর্থবান কেউ একাই একটি পশু জবাই করেছেন। কেউ কেউ আবার কয়েকজন মিলে একটি পশু জবাই করেছেন। সবার আশা, বিদায় নেবে নিজের ভেতরের পশুত্ব। দৃঢ় হবে সামাজিক সম্পর্ক।