রোটারি ক্লাব অব সিলেট নর্থের ‘ইয়ার এন্ডিং ও অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত রেঁস্তোরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের বর্তমান বছরের কার্যক্রমের মূল্যায়ন, সদস্যদের অনুভূতি বিনিময় এবং আগামী বছরের পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর, ডিস্ট্রিক্ট-৬৫ এর রোটারিয়ান পিডিজি এম. আতাউর রহমান পীর। প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব পালন করেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ এনামুর রহমান।
প্রোগ্রামের শুরুতে ক্লাব সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার পানির আলম হাওলাদার অতিথিদের স্বাগত জানান এবং ক্লাবের বিগত বছরের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। এরপর তিনি প্রোগ্রামের দায়িত্ব প্রোগ্রাম চেয়ার এনামুর রহমানের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে ক্লাব সেক্রেটারি রোটারিয়ান কাজী ওমর ফারুক বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ রোটারিয়ান ইঞ্জিনিয়ার জীবন আলম হাওলাদার আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
এছাড়া অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা একে একে তাদের অভিজ্ঞতা ও অনুভ‚তি প্রকাশ করেন এবং তাদের হাতে ‘টোকেন অব লাভ’ তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানের শেষপর্যায়ে ২০২৫-২৬ রোটারি বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান তুহিন আহমদ নতুন বছরের পরিকল্পনা ও ভিশন তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান জেএস আজাদ শিপন, মোহাম্মদ কয়ছ আহমেদ, গুলাম হামিদ বাবুল, আব্দুল বাসিত, আব্দুর রহমান, পিপি মোহাম্মদ কবির উদ্দিন ও কামরুজ্জামান চৌধুরী রুম্মান।
অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিপি মো. মামুন আহমদ, পিপি মো. সালেহ আহমদ. পিপি মো. চাঁন মিয়া, হাফিজ মোহাম্মদ শরীফ উদ্দিন, শাহরিয়ার তালহা ও কামরুজ্জামান মুরাদ, মো. সুমন।
অনুষ্ঠান শেষে সকল অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করে ক্লাব কর্তৃপক্ষ। সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার পানির আলম হাওলাদার ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
পড়ুন: কালাইয়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
দেখুন: গত ৭ বছরে ঢাকার বাতাস বিশুদ্ধ ছিলো মাত্র ৪০ দিন
ইম/


