হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয় ভাংচুর, হামলাসহ হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব হলরুমে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে হাবিপ্রবি সাংবাদিক সমিতি। এ সময় সমিতির সাধারণ সম্পাদক তানভীর হোসাইন লিখিত বক্তব্যে বলেন, গত ৩০জুন সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক কর্মীর নেতৃত্বে সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে ন্যাক্কারজনক হামলা ও ভাংচুরের চালানো হয়। পাশাপাশি বিভিন্ন হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমিতির সাধারণ সম্পাদক আরো বলেন, উক্ত ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনে মাধ্যমে অনুরোধ জানানো হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবী জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তানভীর হোসাইন, সাবেক সভাপতি তানভীর আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক রাফিউল
পড়ুন: বাবার মরদেহ গ্রহণ করেনি সন্তান, দাফন করল ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর
দেখুন: নোয়াখালী-কুমিল্লা সড়কে বদলে যাবে জীবনযাত্রায় মান
ইম/


