১৪/০১/২০২৬, ২০:১৮ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ২০:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্ত্রীর অভিযোগে মাদকাসক্ত স্বামীর এক মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত স্বামীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২ জুলাই ২০২৫) পৌর এলাকার মসজিদপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মসজিদপাড়ার বাসিন্দা ইলিয়াস মিয়ার ছেলে মো. এরশাদ (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন বলে অভিযোগ ওঠে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, “স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়। স্থানীয়দের সাথে কথা বলে নিশ্চিত হওয়া যায়, এরশাদ নিয়মিত মাদক গ্রহণ করে পারিবারিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করে আসছিলেন। এ কারণে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।”

স্থানীয়রা জানান, এরশাদের শাস্তির ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে এবং অনেকে প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।

পড়ুন: নরসিংদীতে ইউপিতে ট্রেড লাইসেন্স নিতে এসে ব্যবসায়ী খুন

দেখুন: নোয়াখালী-২: ভোটের প্রচারে টাকা ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন