১৫/০১/২০২৬, ১৮:৪০ অপরাহ্ণ
21 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৮:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লা সীমান্তে মানব পাচারের সময় ৩ বাংলাদেশি ও ২ পাচারকারী আটক

কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে মানব পাচারের সময় তিন বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।

বিজিবি জানায় সোমবার (৭ জুলাই) রাতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবির) খারেরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০৭১/২ এস এলাকা সংলগ্ন বেলবাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

আটক তিন বাংলাদেশি নাগরিক হলেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের সোহাগ মিয়া (২৬), পূর্বধলার বলিয়া কান্দা গ্রামের সাইদুর হক (২৪) এবং রানি খং গ্রামের হজরত আলী (২৮)।

আটক মানব পাচারকারীরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার খারেরা গ্রামের মো. বিল্লাল (৪৫) ও পাহাড়পুর গ্রামের হাবিবুর রহমান (৩০)।

এছাড়া, একই ঘটনায় আরও দুই পাচারকারী মো. নাজমুল হোসেন (৩২) এবং মো. আব্দুল আলিম (৪২) পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ও মানব পাচার রোধে বেলবাড়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন


পড়ুন: কুমিল্লা সীমান্তে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন