১৪/০১/২০২৬, ১৫:১০ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৫:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক প্রস্তুতি নিয়ে রূপগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নারায়ণগঞ্জ ১(রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে দাউদপুরের পলখান এলাকায় নিঝুমপল্লীতে রিসোর্স মিলনায়তনে এ মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

মতবিনিময়কালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল বলেন, আমি বিগত আওয়ামী ফেস্টিস্টকালে বিএনপির দলীয় সকল কর্মসূচি মাঠে থেকে পালন করতে গিয়ে আওয়ামীলীগের হামলা,মামলা,নির্যাতনে জর্জরিত হয়েছি। দুসময়ে দলের হাল ধরতে রূপগঞ্জ উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির কাজে সক্রিয় ছিলাম। সাধারণ মানুষের পাশে ছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করেছি।

তাছাড়াও রূপগঞ্জের গুরুত্বপূর্ণ ইউনিয়ন দাউদপুর ইউপি চেয়ারম্যান হিসেবে একাধিকবার জনসেবা করে পরীক্ষিত জনপ্রতিনিধি হিসেবে দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। আমি রূপগঞ্জবাসির সেবা করতে চাই। তাই আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ ১ আসনে দলীয় মনোনয়ন চাচ্ছি৷ দল আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচনের সুযোগ দিলে আমার এলাকা থেকে সংসদ সদস্য হলে আমার প্রথম কাজ হবে মাদক ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়া। এছাড়া রূপগঞ্জকে আধুনিকায়ন করতে শিল্পায়নে সুদুর প্রসারী নীতি, দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, কর্মসংস্থান মেলা, জনকল্যাণ ও জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সেবার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি ও সেনিটেশন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ, গণসচেতনতা বৃদ্ধি, পূর্ণবাসন কার্যক্রম, আদর্শ নগরী হিসেবে রূপগঞ্জ করা, উন্নয়নমূলক কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত করে কাজ করাসহ নানা ধরনের পরিকল্পনা আমার রয়েছে।

তিনি আরও বলেন, আপনাদের তথা সাংবাদিকদের নিয়ে রূপগঞ্জের উন্নয়নের কাজ করতে চাই। এ সময় রূপগঞ্জ বাসীর উদ্দেশ্যে শরিফ আহাম্মেদ টুটুল বলেন, আপনাদের ভালবাসা সমর্থন আর সহযোগিতা পেলে রূপগঞ্জকে আমরা একটি আলোকিত সমৃদ্ধ এবং আদর্শ নদীর হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

এ সময় কেন্দ্রীয় যুব দলের নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতবিনিময়কালে বলেন, ছাত্র রাজনীতি থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হওয়া পর্যন্ত শরীফ আহমেদ টুটুলের দলের প্রতি আনুগত্য, দলের শৃঙ্খলা ও কর্মসূচিতে সক্রিয় থাকার ব্যাপক অবদান রয়েছে। তাই দল শরীফ আহমেদ টুটুলকে মুল্যায়ণ করবেন,একজন যোগ্য কর্মী হিসেবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিঝুম পল্লি রিসোর্টের মালিল আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম হিরন মাস্টার, কার্যকরী সদস্য মশিউর রহমান সোহেলসহ আরো অনেকে।

পড়ুন: ময়মনসিংহে পীরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দেখুন: দেশ বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন