26 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪
spot_imgspot_img

ক্ষমতায় টিকে থাকতেই ভারতের সঙ্গে গণবিরোধী চুক্তি: বিএনপি

জনগণের সরকার নয় আওয়ামী লীগ। তাই ক্ষমতায় টিকে থাকতে সরকারপ্রধান ভারতসহ নানা দেশে ছুটছেন, মনে করে বিএনপির নেতারা। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে তারা বলছেন, দেশটির সঙ্গে হওয়া সব চুক্তি গণস্বার্থবিরোধী, এগুলোর কোন বৈধতা নেই।

ভারতের নয়া সরকারের আমন্ত্রণে দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদির সাথে একান্ত ও  দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। স্বাক্ষর হয় কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বারক।

দুই দেশের পক্ষ থেকে বলা হচ্ছে এ সফর অত্যন্ত ফলপ্রসু। উন্নয়নে পরস্পরকে সহযোগিতা করবে তারা।

কিন্তু দেশের প্রধান বিরোধী দল বিএনপি প্রধানমন্ত্রীর এ সফর দেখছেন ভিন্ন চোখে। দলটির নেতারা নাগরিক টিভিকে বলেন, দেশের অর্থনীতিসহ সবকিছু ভেঙ্গে পড়েছে। মানুষ নানা সংকটে দিন কাটাচ্ছে।

এমন অবস্থা প্রধানমন্ত্রীর সফর দেশের কল্যাণে নয়। অস্তিত্ব টিকিয়ে রাখতে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছেন তারা।

বিএনপি নেতারা বলেন, ভারতের সাথে এ সরকার আগেও অনেক চুক্তি করেছে তা দেশের জন্য কল্যাণকর ছিল না। এ ছাড়াও যে সব  চুক্তি হয়েছে তা সংসদে পাশ করতে হবে।

বিএনপি নেতারা বলেন সরকার বুঝতে পেরেছে জনগণ তাদের সাথে নেই। সে জন্যই তারা এখন বিদেশ নির্ভর হয়ে পড়েছে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন