অস্ট্রেলিয়ার সিডনিতে বড় পর্দায় দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সিনেমা ‘তুফান’। ২৮ জুন শুক্রবার থেকে সিডনির বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শন করা হবে। সিডনির ব্যাংকসটাউন, ব্ল্যাকটাউন, ইস্টগার্ডেন, মাউন্ট ড্রুইট, ক্যাম্বেলটাউন, ওয়ারাওংসহ দেশটির অন্যান্য রাজ্যের প্রধান শহরেও দেখানো হবে সিনেমাটি।
সিনেমাটির সব শোয়ের টিকিট আগাম বিক্রি হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশক প্রতিষ্ঠানটির কর্ণধার তানিম মান্নান। তিনি বলেন, ‘বিগত বছরগুলোর মতো এবারও শাকিব খানের “তুফান” হিট করবে সিডনিতে। বাংলাদেশে দর্শকদের প্রশংসা দেখে আমরা আশাবাদী, এখানেও প্রবাসী বাংলাদেশিরা তুফান উপভোগ করবেন। শো চালু না হতেই টিকিট শেষ, তা–ই আরও কয়েকটি শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমা এবারের ঈদে বাংলাদেশের অন্যতম আকর্ষণ ছিল। মুক্তির পর থেকেই দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসভিএফআর। পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।
‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এ নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সিনেমাটিতে আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ অনেক তারকা।