১৪/০১/২০২৬, ১২:০২ অপরাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১২:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লীগ নিয়ে খাগড়াছড়িতে মিট দ্যা প্রেস

তারুণ্যের উৎসব ২০২৫ “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” স্লোগান এগিয়ে চলা বাংলাদেশ অনুর্ধ্ব জাতীয় ফুটবল লীগ খাগড়াছড়ি জেলা দল গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপলক্ষ্যে খাগড়াছড়িতে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১২ জুলাই ২০২৫) সকাল ১১ টায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে মিট দ্যা প্রেস এর আয়োজন করে।

এতে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হারুন আর রশিদ,এডহক কমিটির সদস্য নজরুল ইসলাম,শাহরিয়ার ইউনুস,রূপায়ন ত্রিপুরা,এডহক কমিটির সদস্য ও ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা,মাদল বড়ুয়াসহ কর্মকর্তারা বক্তব্য রাখেন।

অনুর্ধ্ব ১৭ ফুটবল টিম বাছাই ও টিম অংশগ্রহণ নিয়ে মিট দ্যা প্রেসে সাংবাদিকদের অংশগ্রহণের জন্য ক্রীড়া সংস্থার বক্তব্য তুলে ধরেন। এ সময় খেলোয়াড়দের বাছাইসহ নানা নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন।

এ সময় ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে-আগামী সেপ্টেম্বর মাসে ১ম বিভাগ ফুটবল লীগ,অক্টোবর মাসে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,নভেম্বরে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট,ডিসেম্বর মাসে ১ম বিভাগ ক্রিকেট লীগের কথা জানান আয়োজকরা।

এছাড়াও ক্রীড়া সংগঠকরা শাহরিয়ার ইউনুস খাগড়াছড়ি জেলাকে ক্রীড়া বান্ধব করে গড়ে তুলে তরুণ প্রতিভাবানদের বাঁছাই করে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ বাড়ানোসহ গতিশীল করতে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

পড়ুন: মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন