19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

আখাউড়ায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নয়জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এর মধ্যে পাঁচজন মহিলা ও চারজন পুরুষ রয়েছেন।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া বাইসাইকেলগুলো গ্রাম পুলিশ সদস্যদের হাতে তুলে দেয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী ভূঁইয়া, শফিকুল ইসলাম খান প্রমুখ।


বাইসাইকেল পাওয়া একাধিক পুলিশ সদস্য জানান, বাইসাইকেল পাওয়ায় আমাদের কাজ এখন আরো গতিশীল হবে। সময় বাচাঁর পাশাপাশি ইউনিয়ন পরিষদের সব তথ্য গ্রামে গ্রামে গিয়ে এখন দ্রুত পৌঁছে দিতে পারবো।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, পর্যায়ক্রমে উপজেলার সব গ্রাম পুলিশ সদস্যকে বাইসাইকেল দেয়া হচ্ছে। অল্প কিছু সংখ্যক সদস্য মাত্র বাকি রয়েছেন। বাইসাইকেল পাওয়ায় গ্রাম পুলিশ সদস্যদের কর্মকান্ড এখন অনেক বেশি গতি হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন