১৫/০১/২০২৬, ৩:০৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ৩:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

ক্ষমতার অপব্যবহার ও হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই সদস্যের একটি অনুসন্ধান দল এসব অভিযোগ খতিয়ে দেখছে।

দুদক সুত্র জানায়, বন্দর চেয়ার‌্যানকে ২৮ জুলাইয়ের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দিতে বলা হয়েছে। কর্ণফুলী নদী ড্রেজিং প্রকল্প সংক্রান্ত অনুমোদনপত্র, আর্থিক বরাদ্দপত্র, টেন্ডার ডকুমেন্ট, দরপত্র উন্মুক্ত ও মূল্যায়ন কমিটির প্রতিবেদন সহ এ সংক্রান্তে বিভিন্ন নথি চাওয়া হয়েছে।

দুদকের সহকারী পরিচালক (তদন্ত ও অনুসন্ধান-৫) নওশাদ আলী এবং উপসহকারী পরিচালক মো. ইমরান আকন গঠিত কমিটির সদস্য। এছাড়া চেয়ারম্যানের স্ত্রী আইরিন জামান ও দুই ছেলে মুহতাসিম ইয়াসার ও সারান ইয়াসারের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধনের সত্যায়িত কপিও চেয়েছে দুদক।

গত বছরের ১১ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। এর আগে তিনি শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, সেনা কল্যাণ সংস্থার ডিজিএমআইএস, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে সরকারি সফরে বিদেশে রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামে পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জসিম গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন