কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে রুবেল নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১৫। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলাবারুদও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ১১ টার দিকে র্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন র্যাব ১৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান।
ব্রিফিংয়ে তিনি জানান, কুখ্যাত ডাকাত শফি তার সশস্ত্র দল নিয়ে টেকনাফের পশ্চিম লেদা এলাকায় ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে র্যাব অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত শফি তার দলবল নিয়ে গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। পরে তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ধাওয়া করে ডাকাত শফির অন্যতম সহযোগী রুবেলকে গ্রেফতার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি শটগান, ৩টি দেশীয় তৈরি বন্দুক (লোকাল গান), ১২টি তাজা গুলি, ৪২টি শটগান ও এলজির খালি কার্তুজ এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া রুবেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারিসহ অন্তত ১৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইন
পড়ুন: জাবিতে মোমবাতি প্রজ্বালন ও মিছিল করে ‘কালরাত্রি’ স্মরণ
দেখুন: জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আ. লীগকে অপ্রাসঙ্গিক করা হবে: হাসনাত
ইম/


