১৫/০১/২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজার সৈকতে ফের স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে পানিতে ডুবে রাইয়ান নূর আবু সামিম (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রাইয়ান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও শহরের বৈদ্যঘোনা এলাকার মো. ইসমাইলের ছেলে।

তার বড় ভাই জানান, সকালে কয়েক বন্ধুর সঙ্গে সৈকতে ফুটবল খেলার পর সাগরে গোসল করতে নামে রাইয়ান। এ সময় স্রোতের টানে ডুবে যায় সে। স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সী-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান জানান, শৈবাল পয়েন্ট ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ এলাকা, সেখানে কোনো লাইফগার্ড নেই।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় নামায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। সচেতন না হলে এমন মৃত্যু আরও বাড়তে পারে।

উল্লেখ্য, ৭ জুলাইও সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী স্রোতে ভেসে প্রাণ হারান। তিন জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হলেও অরিত্র হাসানের মরদেহ এখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন: কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ডাকাত রুবেল গ্রেপ্তার, অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন