26 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪
spot_imgspot_img

গুঁড়িয়ে দেওয়া হলো সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ

ছাগলকাণ্ডে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্মের দখল করা অবৈধ অংশ ভেঙে দেয়া হয়েছে । আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে অভিযান শুরু করে ডিএনসিসি। এসময় সাদিক অ্যাগ্রো ফার্মের রামচন্দ্রপুর খালের ওপর অবৈধভাবে তৈরি করা খামারের কিছু অংশ ভেঙে ফেলা হয়।

বিচ্ছিন্ন করা হয়েছে ফার্মের বিদ্যুৎ সংযোগ। উচ্ছেদকৃত অংশে শুরু হবে খাল খনন কার্যক্রম, জানিয়েছেন উত্তর সিটি কর্তৃপক্ষ।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মোহাম্মদপুর বেরিবাধ এলাকার রামচন্দ্রপুর খালের উপর এভাবেই অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে আসছেন প্রায় দুই শতাধিক মানুষ। ঈদুল আযহার এক সপ্তাহ আগে তাদেরকে সরে যাওয়ার জন্য নোটিশও দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

নোটিশের তোয়াক্কা না করলেও, হঠাৎ সিটি করপোরেশনের অভিযানের খবরে টনক নড়ে দখলদারদের। অভিযান পরিচালনার আগ মুহূর্তেই নিজেদের উদ্যোগে সরিয়ে ফেলতে থাকে সব অবৈধ স্থাপনা।

ডিএনসিসি বলছে, রামচন্দ্রপুর খালের ৩০ থেকে ১০০ ফিট পুরো অংশ উদ্ধার করা হবে।

করপোরেশন বলছে, রামচন্দ্রপুর খালের দুই ধারে যারা অবৈধ দখলদার ছিল তাদের বিরুদ্ধে এই অভিযান। এটা কোন নির্দিষ্ট ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, নিয়মিত অভিযানের অংশ।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন