বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষের কল্যাণে মানুষের পাশে শান্তির বার্তা নিয়ে সহায়তার হাত বাড়ানোর মধ্যেই মহানুভবতা অনুভূত হয়। যারা অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান তারাই হলেন প্রকৃত মানুষ।
তাই মানব সেবার মন-মানসিকতা নিয়ে দেশি ও প্রবাসী বিত্তবানদের সিলেট ডায়াবেটিক হাসপাতালের পাশে এসে দাঁড়াতে হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই)সকালে সিলেট ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ্য থেকে দশ লাখ টাকার চেক গ্রহণ শেষে তিনি এ আহবান জানান।
ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন সাব কমিটির চেয়ারম্যান হিসেবে আরিফিুল হক চৌধুরী অনুদানের এ চেক গ্রহণ করেন।
ব্যংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার হাবিবুর রহমান টিপু আনুষ্ঠানিকভাবে আরিফুল হক চৌধুরীর কাছে দশ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। এসময় ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা এবং প্রিমিয়ার ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্তিত ছিলেন।
পড়ুন: সিলেটে স্ত্রী কে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চান স্বামী
এস/


