16 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

চট্টগ্রামে মার্কেটে ভয়াবহ আগুন, নিহত ৩

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজারের আমতল এলাকার একটি আটতলা মার্কেটে আগুনে লেগে ৩ জন মারা গেছে। এসময় দগ্ধ হয় আরও দুজন । আগুনে দগ্ধ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ সময় আগুনে মার্কেটের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের তৎপরতায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, রেজওয়ান কমপ্লেক্সের ব্রাদার্স টেলিকম নামে একটি দোকান থেকেই আগুনের সূত্রপাত। এরপর ওই দোকান থেকে পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। রেজওয়ান কমপ্লেক্স মার্কেটটি আটতলা বিশিষ্ট। সেখানে মোবাইলের যন্ত্রাংশসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছে। আট তলা ভবনটিতে আগুন লাগার পর ওপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে, ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন