21 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

সবজি, মাছ, ডিম, পেঁয়াজের দামে লাগাম টানবে কে?

বেগুন, বরবটি, টমেটোর দাম সেঞ্চুরি ছাড়িয়ে গেছে। পেঁয়াজের দামও ৯৫ থেকে একশ টাকা। ডিমের দাম কমা তো দূরে, বরং প্রতিনিয়ত বেড়েই চলছে। পাল্টাপাল্টি দোষারোপের চক্করে হতাশ হওয়া ছাড়া কিছুই করার নেই ক্রেতাদের।

গেলো কয়েকদিন ধরে প্রোটিনের অন্যতম যোগানদার ডিমের দাম উর্ধমূখী। দেশের বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে ১৫০ থেকে ১৬০ টাকায় ডজন বিক্রি হচ্ছে। সেই ডিম পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে ১৭০ টাকা করে।

কোরবানির ঈদের পর আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা দরে।

মাছ-সবজি, সবকিছুর দামই চড়া। কেবলমাত্র ঢেড়শ, পটল ছাড়া অন্য কোন সবজি মেলে না ৫০ টাকায়। ক্রেতারা বলছেন, দাম কমাতে চাইলে মধ্যস্বত্বভোগীদের ঠেকাতে হবে।

এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তদারকিতে মাঠে নেমেছে ভোক্তা অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, অস্বাভাবিক দাম পেলে নেয়া হবে ব্যবস্থা।

তবে বৃষ্টির কারণে নিত্যপণ্যের দাম ওঠা নামা করে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন