অজানা রোগে আক্রান্ত নেত্রকোণার হাঁসের খামার। এতে প্রতিদিন মারা যাচ্ছে পাঁচ থেকে ছয়শো হাঁস। চিকিৎসকের কাছে নিয়ে গিয়েও মিলছে না সমাধান। নিঃস্ব হয়ে যাচ্ছে খামারীরা। রোগ শনাক্ত করা না গেলে নমুনা ঢাকায় পাঠানোর কথা জানান প্রাণিসম্পদ কর্মকর্তা।
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের দরুনবালী গ্রামের নুরুল আমীন দীর্ঘদিন ধরে হাঁস পালন করছেন। গত কয়েকদিন ধরে অজানা রোগের সংক্রমণ দেখা দিয়েছে তার খামারে। এতে খামারের প্রায় সাড়ে তিন হাজার হাঁস মারা যায়। মড়ক না কমায় প্রাণি সম্পদ অফিসের দারস্থ হলেও মেলেনি সুরাহা।
শুধু তিনিই নন,পার্শ্ববর্তী গ্রামসহ এলাকার অনেক খামারে প্রতিদিন মারা যাচ্ছে অনেক হাঁস। নিঃস্ব হয়ে যাচ্ছে খামারীরা। হাঁস পালনে আগ্রহ হারাচ্ছে অনেকেই। দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি সরকারি সহযোগিতার দাবী ভুক্তভোগীদের।
ডাক ভাইরাস হেপাটাইটিস রোগের কারণে হাঁস মারা যেতে পারে জানিয়ে, রোগ নির্ণয়ের জন্য একটি মৃত হাঁসকে ঢাকায় পাঠানো হবে বলে জানায় উপজেলা প্রাণিসম্পদ অফিস।
হাঁসের মড়ক রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটিই প্রত্যাশা ভুক্তভোগীদের।