মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল যেন দুর্ভোগের এক প্রতিচ্ছবি। বছর খানেক ধরে নষ্ট হয়ে বন্ধ আছে লিফট। প্রয়োজনীয় যন্ত্রপাতির পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক। যেসব মেশিন আছে তাও অচল। ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি চরমে।
চিকিৎসা সেবায় জেলার মানুষের একমাত্র ভরসা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। অথচ এই হাসপাতাল যেন নিজেই এখন রোগাক্রান্ত। পর্যাপ্ত চিকিৎসক নেই। নেই প্রয়োজনীয় সরঞ্জাম। রোগ নির্ণয়ে যে সব মেশিন আছে তাও নষ্ট।
নানান সংকট আর অবহেলায় হাসপাতালটি এখন রোগীদের কাছে হতাশার। তিন বছর অচল হয়ে পড়ে আছে এম.আর.আই ও এক্স-রে মেশিনসহ অধিকাংশ চিকিৎসা সরঞ্জাম। ফলে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা।
ডলার সংকট আর টেন্ডার প্রক্রিয়ার অজুহাত দেখিয়ে, শিগগিরই মেশিনগুলো সচল করার কথা জানান এই কর্মকর্তা।
সদর হাসপাতালের পরিসংখ্যান বিভাগ বলছে, এই হাসপাতালের বহিঃবিভাগে প্রতিদিন ৭০০-৮০০ রোগী চিকিৎসা নেন। পাশাপাশি নারী শিশুসহ ৩০০-৪০০ রোগী ভর্তি থাকেন।