সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিকদল।
সোমবার বিকেলে শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে ফিরে আসে। মিছিলে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ন আহবায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল,পৌর বিএনপির সদস্য শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে সমবেত হন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

