সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে, দ্বিতীয় দিনের মতো সারা দেশের ৩৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা।
আজ মঙ্গলবার (২ জুলা্ই) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও সেবাপ্রার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলরতরা।
তারা বলছেন, এই স্কিম বৈষম্যমূলক। দাবি মানা না হলে, কর্মবিরতি অব্যাহত রাখবেন তারা।