যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন একজন রাজা। যিনি আইনের ঊর্ধ্বে উঠে গেছেন। এমন মন্তব্য, মার্কিন সুপ্রিম কোর্টের একজন উদারপন্থি বিচারপতির। কিছু অপরাধ থেকে ডোনাল্ড ট্রাম্প দায়মুক্তি পাওয়ায়, এমন প্রতিক্রিয়া তার। এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্পের দায়মুক্তি, একটি বিপজ্জনক নজির।
ডোনাল্ড ট্রাম্পকে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হারিয়ে জয় পান জো বাইডেন। তবে, ট্রাম্প সেই ফল মেনে নেননি। একটি মামলায় অভিযোগ, ভোটের ফল বদলাতে হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন তিনি। ওই বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেয়ার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।
অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে, সুপ্রিম কোর্টে এসে পৌঁছায় মামলাটি। যেখানে সিদ্ধান্ত এলো ট্রাম্পের পক্ষে। মার্কিন সর্বোচ্চ আদালত বলছে, প্রেসিডেন্ট থাকায় সাংবিধানিক বিষয়গুলোতে ট্রাম্প দায়মুক্তি পাবেন। অর্থাৎ, ভোটে কারচুপি খতিয়ে দেখা, জো বাইডেনকে স্বীকৃতি না দেয়ার নির্দেশ এবং ক্যাপিটল হিলের দিকে সমর্থকদের যাত্রার নির্দেশও বৈধ। এসব অপরাধ থেকে দায়মুক্তি মিলছে ট্রাম্পের। অবশ্য, বিষয়গুলো আবারও পর্যালোচনা হবে নিম্ন আদালতে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্ত পাস হয়েছে ৬-৩ ভোটে। পক্ষে ভোট দেয়া ৬ বিচারপতি রক্ষণশীল। যারা ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির দিকে ঝুঁকে থাকেন। অন্য ৩ জন উদারপন্থি, যারা ঝুঁকে থাকেন ডেমোক্র্যাটদের দিকে। তাই, স্বাভাবিকভাবেই রায় যে ট্রাম্পের পক্ষেই আসবে, তা অনুমেয়ই ছিলো।
তবে কী প্রেসিডেন্ট অপরাধ করলে, দায়মুক্তি মিলতেই থাকবে? এমন প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের বিপক্ষে থাকা বিচারপতি সোনিয়া সতোমেয়র। সর্বোচ্চ আদালতে দেয়া ভিন্নমতে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট এখন একজন রাজার মতো। যিনি আইনের ঊর্ধ্বে উঠে গেছেন। এদিকে, সুপ্রিম কোর্টে ট্রাম্পের দায়মুক্তিকে একটি বিপজ্জনক নজির হিসেবে আখ্যা দিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন।