সরকারি গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠা সেই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার (১৭৪৩১) জয়পুরহাট থেকে গাইবান্ধায় বদলি হয়েছে। মঙ্গলবারে জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
সুত্র জানায়, মঙ্গলবার (০১ জুলাই) সকালে জয়পুরহাট থেকে জয়পুরহাট ঘ- ১১-০০২৩ নম্বরের সরকারি গাড়ী নিয়ে পাবনায় শশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার। এরপর দুপুর ২টায় পাবনা সদর থানার পাশে তার শশুরবাড়িতে পরিবার নিয়ে নেমে যান। সেখান থেকে গাড়ী রাখা হয় সার্কিট হাউজে। পরের দিন জেলাজুড়ে গুঞ্জন ওঠে জয়পুরহাটের সরকরি গাড়ী পাবনায়। বিষয়টি জানাজানি হলে দ্রুত ওই গাড়ী জয়পুরহাটে পাঠান তিনি। বিকেলের দিকে গাড়ীটি জয়পুরহাটে পৌঁছে।
এ নিয়ে চলতি মাসের ৩ তারিখে সরকারি গাড়ি নিয়ে শশুরবাড়ী সফর এডিসির শিরোনামে নাগরিকের অনলাইনে সংবাদ প্রকাশ হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

