25 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

উখিয়ায় আরসা-আরএসও গোলাগুলিতে ১ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসও-এর গোলাগুলিতে, একজন নিহত হয়েছে। আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

গতকাল সোমবার রাত আড়াইটায় পালংখালি ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ৩০ বছর বয়সী মো. সলিম ওই ক্যাম্পের ই-৩ ব্লকের মো. মকবুলের ছেলে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। তারা হলেন- মো. ইউনুস ও সবি উল্লাহ। হতাহতরা রোহিঙ্গা ক্যাম্পের নৈশ প্রহরী ছিলেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে জানা যায়, মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলির খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থল থেকে একজনকে মৃত এবং দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন