গাইবান্ধার সাঘাটা থানার ভেতর ঢুকে এক দৃর্বৃত্ত কর্মরত মহসিন আলী নামে এএসআইকে ছুরিকাঘাত করছেন। আঘাত আবস্থায় উদ্ধার করে পুলিশ সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দিবাগত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে সাঘাটা থানার ভেতর এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, আজ রাত দশটার দিকে একব্যক্তি হঠাৎ থানার ভিতরে প্রবেশ করে দায়িত্বরত পুলিশের এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে । পুলিশ মদস্য চিৎকার করলে থানা পুলিশের পাশাপাশি লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা ওই দূর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌঁড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় তাকে সহজে খুঁজে বের করতে পারেন নাই। ঘটনার পর থেকেই থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় শত শত মানুষ তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ডিউটিরত পুলিশরা ধারণা করছেন আঘাত করা ব্যক্তিটির মানসিক সমস্যা ছিল। তাকে খোঁজাখুঁজি করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
পড়ুন: সরকারি গাড়ি নিয়ে শশুরবাড়ী সফর সেই এডিসি এখন গাইবান্ধায় বদলি
এস/


