18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

ড. ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

শ্রম আপিল ট্রাইবুনালকে ড.মুহাম্মদ ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সময় রায় পর্যবেক্ষনে আদালত বলেন সাজা কখনো স্থগিত হয় না। ইউনূসের আইনজীবী বলেন, এ মামলার ক্ষেত্রে বাংলাদেশের আইন ভিন্ন ভাবে পরিচালিত হচ্ছে।

গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূস সহ চার আসামিকে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। তবে আপিল করার শর্তে ড. ইউনূসসহ আসামিদের ১ মাসের জামিন দেয়া হয়।

২৮ জানুয়ারি মামলার রায় চ্যালেঞ্জ করে ড.মুহাম্মদ ইউনূসসহ বাকি আসামীদের জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এরপর কয়েক দফায় ৪জুলাই পর্যন্ত জামিন বাড়ানো হয়। তবে জামিনের মেয়াদ শেষ হাওয়ায়,এই মামলা দ্রুত নিষ্পত্তির জন্য শ্রম আপিল ট্রাইব্যুনাল কে নির্দেশ দিয়েছে আদালত।

আবারো স্থায়ী জামিনের আবেদনের জন্য আগামী কাল শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হবেন ড.ইউনূস।  

তবে কলকারখানা প্রতিষ্ঠানের আইনজীবী বলেন, ড.ইউনূস শ্রমিকদের নিয়ে নয়ছয় করছেন।

শ্রম আইন লঙ্ঘন ছাড়াও ড.মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীন ব্যাংক ও গ্রামীণ টেলিকমের শত শত কোটি টাকা লোপাটের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন