যুক্তরাজ্যে আজ সাধারণ নির্বাচন। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটির স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভোটগ্রহণ শেষ হবে রাত ১০টায়। টানা ১৫ ঘণ্টা ধরে ভোটগ্রহণ শেষে ফলাফল দেওয়া শুরু হতে পারে আগামীকাল শুক্রবার (৫ জুলাই) থেকে।
এ নির্বাচনের মাধ্যমে ১৪ বছর পর বিরোধী দল লেবার পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বলে বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হয়েছে। তবে জরিপের ফলকে পাত্তা দিতে রাজি নন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে মন্তব্য করেছেন ঋষি সুনাক।
এবারের নির্বাচন প্রত্যাশিত সময়ের চেয়ে আগেই হচ্ছে। যুক্তরাজ্যে নির্বাচিত সরকারের মেয়াদ হয় সাধারণত পাঁচ বছরের। গতবার ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়েছিল কনজারভেটিভ পার্টি। নিয়ম অনুযায়ী পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৫ সালের জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ২২ মে আচমকা আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যার ফলে আজ যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এবার নির্বাচনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টিসহ অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। হাউজ অব কমন্সের ৬৫০টি আসনের বিপরীতে রেকর্ডসংখ্যক ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত লড়াই করছেন।
সংসদ সদস্য হিসেবে হ্যাটট্রিক জয় পেতে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবারের নির্বাচনে লড়ছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। ২০১৫ এবং ২০১৯ সালে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন টিউলিপ।
অর্থনীতিসহ নানা সংকট মোকাবিলা করতে আগামী পাঁচ বছরের জন্য নেতৃত্ব বেছে নিতে যাচ্ছে যুক্তরাজ্য। নির্বাচনে যুক্তরাজ্যের রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন জরিপ।