কোটাবিরোধী বিক্ষোভে সরব ঢাকা ও রাজশাহী বিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গন। এদিকে, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে। কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করেছিলো সরকার। সেটি অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত। সেই নির্দেশনা, আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কি না, সেই প্রশ্নও রেখেছেন প্রধান বিচারপতি।
কোটা বাতিলের পাশাপাশি শিক্ষার্থীদের আরও কিছু দাবি ছিল। সেগুলো হলো, পরবর্তী সময়ে সরকার কোটাব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া, সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা–সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ বন্ধ করা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া।