19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

নির্বাচনে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা বাইডেনের

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত সপ্তাহে প্রেসিডেন্সিয়াল বিতর্কে নড়বড়ে পারফরম্যান্সের পর বাইডেনের সরে দাঁড়ানোর যে গুঞ্জন উঠেছিল তা নাকচ করে দিয়েছেন তিনি। বুধবার ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সাথে হোয়াইট হাউজে এক মধ্যাহ্নভোজে অংশ নেন বাইডেন। এরপর তারা দলটির নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এসময় তিনি জানান তিনিই আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করবেন।

বিবিসি নিউজকে একটি সূত্র জানিয়েছে, জো বাইডেন বলেন,“আমি ডেমোক্র্যাট পার্টির নমিনি। কেউ আমাকে বের করে দিতে পারে না। আমি চলে যাচ্ছি না।”

ট্রাম্পের সাথে বিতর্কের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো যে ৮১ বছর বয়সী বাইডেন প্রচারণা অব্যাহত রাখবেন কি না। বিতর্কে বারবার খেই হারানো, দুর্বল কণ্ঠস্বর এবং তার কিছু উত্তর বোঝাই কষ্টকর ছিল। তার এই পারফরম্যান্স দলের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য তার ফিটনেস এবং নির্বাচনে জেতার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন