মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালু মহালের আধিপত্য নিয়ে দুই জলদস্যু গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় শীর্ষ জলদস্যু স্যুটার মান্নান নিহত হয়েছে। এ ঘটনায় মান্নানের সহযোগী আরেক জলদস্যু হৃদয় বাঘ গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মেঘনা নদীর গজারিয়ার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এলাকায় ওই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আলম আজাদ। তিনি জানান, মেঘনা নদীর কালিপুরা এলাকায় একটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা স্যুটার মান্নান ও তার তিন সহযোগীকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে প্রতিপক্ষ জলদস্যু পিয়াস-নয়ন গ্রুপ। এ সময় আত্মরক্ষায় মান্নান গ্রুপও পাল্টা গুলি ছুড়ে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে স্যুটার মান্নান ঘটনাস্থলে নিহত হয়। গুলিবিদ্ধ হয় মান্নানের সহযোগী হৃদয় বাঘ। মান্নানের অপর দুই সহযোগী নদীতে ঝাপিয়ে পড়ে। তবে তারা গুলিবিদ্ধ হয়েছে কিনা বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পড়ুন: খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত
দেখুন: একনজরে বিশ্বের আলোচিত সব খবর
ইম/


