প্রবেশ টিকিটের দাম পাঁচগুণ বাড়ায়, বোটানিক্যাল গার্ডেনে দর্শনার্থীর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। ক্ষুব্ধ, পার্কে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা। তারা বলছেন, ২০ টাকার টিকিট ১০০ টাকা করা অযৌক্তিক। পূর্বের ফি বহাল রাখার দাবি তাদের।
কংক্রিটের ইট-পাথরের রাজধানীতে প্রকৃতি প্রেমীদের কাছে এক পরিচিত নাম বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান। ২১০ একর জায়গায় উপর অবস্থিত এই উদ্যানে প্রকৃতি প্রেমীদের আনাগোনা থাকে দিনভর, সেই সাথে আসেন স্বাস্থ্য সচেতন মানুষও।
সম্প্রতি এক প্রজ্ঞাপনে জাতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ বছরের উপরে যাদের বয়স তাদের এই উদ্যানে প্রবেশ করতে গুনতে হবে ১০০ টাকা। যা আগে ছিল ২০ টাকা।
প্রবেশ টিকিটের মূল্য বাড়ায় ক্ষুব্ধ উদ্যানে ঘুরতে আসা মানুষ। তাদের দাবি, এমন সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। পূর্বের ফি পুনর্বহালের দাবি তাদের।
প্রবেশমূল্য বৃদ্ধির ফলে দর্শনার্থী কমেছে বলে জানিয়েছেন ইজারাদার। তারও চাওয়া, সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
দুর্লভ প্রজাতির উদ্ভিদ ও বৈচিত্র্যময় পাক-পাখালির এক অপারভূমি এই বোটানিক্যাল গার্ডেন। তাই সর্বসাধারণের চাওয়া, প্রবেশ মূল্য কমিয়ে আনা হোক।