ইউরোর সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। টাইব্রেকারে সুইজাল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়েছে ইংলিশরা। আর তুরস্ককে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।
সুইসদের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে গোল খায় ইংল্যান্ড। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সুইসরা। ৮০ মিনিটের মাথায় সাকার গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।
অন্য ম্যাচে এগিয়ে থাকা তুরস্কের হৃদয় ভেঙ্গে দুই দশক পর সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। প্রতিপক্ষ তুরস্কের ভুলে আত্মঘাতী গোলে নিজেরাই নিজেদের কবর খুঁড়েছে দলটি।
আগামী ১০ জুলাই রাত ১টায় ইউরোর ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে নেদারল্যান্ডস-ইংল্যান্ড।