বৈষম্যবিরোধি আন্দোলনে নরসিংদীর মাধবদীতে শাওন হত্যা মামলার এজাহার নামীয় আসামী নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার (০১ আগস্ট) দুপুরে তার নিজ এলাকা মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হয়।
মাধবদী থানা পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নিহত শাওন হত্যা মামলায় আসামী মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন প্রধান মানিককে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চলতি বছরে জানুয়ারী মাসে মেয়র মোশাররফের ছোট ভাই আওয়ামীলীগ এর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং নরসিংদী চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আলী হোসেন শিশির (সিআইপি)কে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নরসিংদীর কারাগারে প্রেরণ করা হয়।
পড়ুন : নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামি দুবাই থেকে গ্রেফতার


