“ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের মূল রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়েছে”—এমন অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন হাজারী। তিনি বলেন, “বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।”
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় আখাউড়া পৌর এলাকার খড়মপুর মাজার প্রাঙ্গণে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জনসাধারণের মাঝে তুলে ধরেন।
নাছির উদ্দিন হাজারী আরও বলেন, “তারেক রহমান দেশের মানুষের কথা ভেবেই এই ৩১ দফার রূপরেখা তৈরি করেছেন। এতে আগামীর বাংলাদেশ কেমন হবে—তার স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। জনগণ নেতার ওপর আস্থা রাখুক। তিনি খুব শিগগির দেশে ফিরে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিএনপির প্রার্থী হওয়ার পর সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আমাকে ভয়ভীতি দেখিয়েছিল মনোনয়ন প্রত্যাহারের জন্য। তবে বিএনপি কখনো ষড়যন্ত্র বা অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার চিন্তা করে না। আমরা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। তা না হলে দেশ ধ্বংসের পথে যাবে। বর্তমানে ব্যবসা-বাণিজ্য বলে কিছু নেই। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।”
এর আগে বিএনপির এই নেতা খড়মপুর শাহ্ কল্লা শহীদ মাজার জিয়ারত করেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও স্থানীয় গরিব-দুঃখীদের মাঝে তাবারক বিতরণ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

