19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বিভিন্ন জেলায় ৯ দিনের রথযাত্রা শুরু আজ

নারায়ণগঞ্জে রথযাত্রা উদ্বোধন করেছেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে যার যার ধর্ম সে সে পালন করবে। তিনি রথযাত্রার সাফল্য কামনা করে বলেন আমাদের প্রত্যেক কে সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রেখে দেশের অগ্রগতির জন্য কাজ করতে হবে।

তিনি আজ রবিবার (৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের লক্ষী নারায়ণ আখরা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি উপস্থিত ছিলেন। পরে হিন্দু ধর্মালম্বী হাজার হাজার নারী পুরুষ জগন্নাথ দেবের রথ রশি দিয়ে টেনে শহর প্রদক্ষিন করে। এ-সময় চাপা কলা ও কলাপাতায় চিনি বেধে রথে ভক্তরা ছুড়ে দেয়।

এছাড়া, লক্ষ্মীপুরেও শুরু হয়েছে ৯দিন ব্যাপি বর্ণাঢ্য রথযাত্রা উৎসব।লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

আজ সকালে শহরের ইসকন মন্দিরে বিশ শান্তি কামনায় যজ্ঞসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়।পরে দুপুরে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরআগে আলোচনা সভায় লক্ষ্মীপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

রথযাত্রায় শাড়ি, ধুতি, পাঞ্জাবী, ফতুয়াসহ নানা রঙের পোশাকে সেজে অংশগ্রহণ করে নানা বয়সীর পূণ্যার্থীরা। অপরদিকে শহরের শ্যামসুন্দর জিউর আখড়া থেকে অপর একটি রথ বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরে ৯ দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শেষ হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন