নরসিংদী রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশন-সংলগ্ন কমলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পাঁচ তরুণের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
রেলওয়ে পুলিশের ধারণা, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ তরুণ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
স্থানীয়রা জানান, সকালে তারা রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ছিন্নবিচ্ছিন্ন হয়ে রেললাইনে ছড়িয়ে–ছিটিয়ে থাকা লাশগুলো উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
পুলিশ মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মো. শহীদুল্লাহ।