ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে একটি ড্রেজার ডুবে চালক-কর্মচারীসহ পাঁচজন নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার (৭ জুলাই) রাতে ইলিশা ইউনিয়নের গাজীপুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল রাতের কোনো এক সময়ে মালবাহী কোনো জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে যায়। নিখোঁজদের খুঁজতে নৌ পুলিশ,কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের টিম সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে। এদিকে বালুর ড্রেজারে থাকা নিখোঁজদের খুঁজতে তাদের আত্মীয় স্বজনরা মেঘনা নদীর তীরে অপেক্ষা করছে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাওলা গ্রামের বাসিন্দা মো. নুরুদ্দিন ও মো. সোহান।
ভোলা ফায়ার সার্ভিসের উপপরিচালক লিটন আহাম্মেদ বলেন, খবর পাওয়ার পরে নিখোঁজ ব্যক্তিদের বাড়িঘরে খবর নেওয়া হচ্ছে। বরিশালে ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে। আজ সোমবার সকালে এসে উদ্ধার অভিযান চালানোর কথা আছে।