আজ ঐতিহাসিক ৫ আগস্ট। এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে স্বৈরাচার, দুর্নীতি, গুম, দমন-পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধ চুড়ান্ত রূপ নেয় জুলাই গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে। পতন ঘটে দীর্ঘ ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের। আজ সেই গৌরবময় গণজাগরণের প্রথম বার্ষিকী। দেশজুড়ে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।
সকাল ৮টা থেকে দিনাজপুরেও দিনব্যাপী কমসুচি পালনের মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুথান দিবস পালিত হচ্ছে।
সকাল সাড়ে ৯টায় জেলা আদালতের প্রবেশ মুখে শহিদ জুলাই স্মৃতিস্তম্ভ পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মারুফাত হুসেইন। এর পরেই সরকারী বেসরকারী প্রতিষ্টান , শিক্ষা প্রতিষ্ঠান ,প্রেসক্লাবসহ সামাজিক সাংকৃতিক প্রতিষ্ঠানগুলো পুস্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদেও শ্রদ্ধা জানায়।ফুলে ফুলে শোভিত হয় জুলাই স্মৃতিস্তম্ভ । এর পরেই জেলা প্রশাসকরে নেতৃত্বে জুলাই গণঅভ্যুথান র্যালী বের হয়ে শিশু একাডেমী চত্বরে শেষ হয়।
র্যালী শেষে শিশু একাডেমী মিলনায়তনে জুলাই শহিদ পরিবার,আহত,কারা নির্যাতিত এবং সন্মুখ জোদ্ধাদের নিয়ে সমাগম হয়। একাখে শহীদ ও আহত পরিবারগুলোর ছিল আবেগ ও কান্নাভেজা পরিবেশ।
পড়ুন: দিনাজপুরে মহা স্নানযাত্রা অনুষ্ঠিত
এস/


