ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে র্যালিটি বের হয়। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। র্যালিটি পৌর শহরের সড়কবাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে একই স্থানে ফিরে এসে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বাহার মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য কবীর আহমেদ ভূঁইয়া।
বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ছাত্র-জনতার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন।
পড়ুন: বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল
দেখুন: একদফার প্রকৃত ঘোষক দেশের ছাত্র জনতা: নাহিদ
ইম/


