১৪/০১/২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মুরাদনগরে ট্রিপল মার্ডারে নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে ট্রিপল মার্ডার মামলায় নিরীহ গ্রামবাসীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কড়ইবাড়ি স্টেশন এলাকায় শতাধিক নারী ও শিশু এ কর্মসূচিতে অংশ নেয়।
স্থানীয়রা জানান, গত মাসে কড়ইবাড়ি গ্রামে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত রুবি আক্তারসহ তিনজন গণপিটুনিতে নিহত হন। নিহতদের মধ্যে রুবি আক্তার ছাড়াও একজন পুরুষ ও একজন নারী ছিলেন। এ ঘটনায় নিহত রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় ২৫ জনের নাম উল্লেখ এবং আরও ১৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
মামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ৯ জনকে গ্রেফতার করে। তাদের তিনদিন করে রিমান্ডে নেয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত অপরাধীদের আড়াল করে গ্রামবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হচ্ছে। একটি প্রভাবশালী মহল রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নিরীহ মানুষদের আসামি করে হয়রানি করছে।
এতে আতঙ্কে কড়ইবাড়ি গ্রামের পুরুষরা আত্মগোপনে চলে গেছে। গ্রামটি এখন প্রায় পুরুষশূন্য। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। নারীরা বলছেন, রাত হলেই তারা ডাকাত আতঙ্কে ভুগছেন।
বিক্ষোভ সমাবেশে গ্রামের নারীরা বলেন, “আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার হোক। কিন্তু নিরীহ মানুষদের কেন হয়রানি করা হবে? ফায়দা লুটতে গিয়ে একটি মহল গ্রামবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে।”
তারা সরকারের কাছে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান—এই ষড়যন্ত্র বন্ধ করুন। কড়ইবাড়ি গ্রাম যেন আর আতঙ্কে না থাকে।”

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে গ্রামের প্রায় তিন শতাধিক নারী ও শিশু অংশগ্রহণ করে। তারা “নিরীহদের হয়রানি বন্ধ করো”, “অপরাধীর বিচার চাই”—ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করে প্রতিবাদ জানান।
এ বিষয়ে মুরাদনগর বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মুরাদনগরে ত্রিপল মার্ডারের মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। আমরা তাদের সাথে সমন্বয় করছি। এ মামলায় নিরীহ গ্রামবাসীদের হয়রানির বিষয়টি সঠিক নয়। সুনিদিষ্ট অভিযোগ ও প্রমান ছাড়া আমরা কাউকে হয়রানি বা আটক করছি না।

পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাজীপুরে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দেখুন: ছাত্র আন্দোলনের পরও সচেতন নয় পাথচারীরা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন