19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বগুড়ায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ, চালকসহ নিহত ৪

বগুড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে চালকসহ ৪ জন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন। আজ মঙ্গলবার (৯ জুলাই) ভোরে বগুড়া শহরের বনানী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী।

নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিলাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস, বগুড়ার বনানীর লিচুতলা এলাকায় পৌঁছালে, একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক ও অজ্ঞাত এক নারী যাত্রী মারা যান। পরে হাসপাতালে মারা যান আরও দুজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন