19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

অবশেষে বলিউডে ফিরছেন ফাওয়াদ খান

৮ বছরের বিরতির পর অবশেষে বলিউডে ফিরছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। এর আগে বলিউড থেকে পাকিস্তানি শিল্পীদের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বলিউডে প্রথম প্রত্যাবর্তন হয় আতিফ আসলামের। এবার সেই পথ অনুসরণ করেই বলিউডে ফিরছেন অভিনেতা ফাওয়াদ খান।

ফাওয়াদ খান এর আগে ‘খুবসুরত’, করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘কাপুর অ্যান্ড সনস’-এর মতো বলিউড সিনেমায় অভিনয় করেছেন।

এবার বাণী কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। চলতি বছরের সেপ্টেম্বরে লন্ডনে শুরু হবে সিনেমাটির শুটিং। ইতোমধ্যে প্রি-প্রোডাকশনের কাজও সম্পন্ন হয়েছে। যদিও এখনই সিনেমাটি নিয়ে খুব একটা মুখ খুলতে চাচ্ছেন না ফাওয়াদ কিংবা নির্মাতারা। আপাতত এ নিয়ে গোপনীয়তা বজায় রাখার নির্দেশ রয়েছে প্রযোজনা সংস্থার।

গেল বছরের নভেম্বরে পাকিস্তানের শিল্পীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রায় দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত। সেই ধারাবাহিকতায় একে একে বলিউডে ফিরছেন পাকিস্তানি শিল্পীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন