32 C
Dhaka
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_imgspot_img

অভিজাত এলাকায় অভিজাত ময়লা পেয়েছি: মেয়র আতিক

রাজধানীতে হরহামেশাই দেখা যায় নানান জিনিসের প্রদর্শনী। কিন্তু ময়লা আবর্জনার প্রদর্শনী এই প্রথম দেখলো নগরবাসী। আর এই প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সোফা, সুটকেস, কমোড, তোশক, বালিশ কী নেই সেখানে? নগরবাসীকে সচেতন করতেই এই আয়োজন বলছে করপোরেশন।

সামনে বর্ষা মৌসুম। এখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির পানি যাতে কোথাও জমে না থাকে বা জলাবদ্ধতা না হয়, সে জন্য এখনই কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেয়া বর্জ্যের প্রদর্শনীর আয়োজন করেছে ডিএনসিসি। নগরভবনের সামনে এ আয়োজনে দেখা গেল, ড্রেন ও খালে মিলেছে সোফা, সুটকেস, তোশক, বালিশ, কমোডসহ নানা জিনিস।

মেয়র জানান, জলাবদ্ধতা নিরসনে ১০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

এখন থেকে খাল ও ড্রেনে বর্জ্য ফেললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন উত্তরের মেয়র।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন