বাজারে ক্রেতারা বলছেন কেনাকাটা করতে এলেই তাঁদের নাভিশ্বাস পরিস্থিতি। শাক-সবজি থেকে মাছ মাংস সবকিছুর দামই বেশি। বাজারে ডিমের ডজন ১৫০ টাকা আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা। গরুর মাংসের দামও বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
গেলো কয়েকদিন ধরে কোন সবজিই মিলছে না ৬০ টাকার নীচে। তার সাথে যোগ হয়েছে ডিমের উর্ধ্বমূখি অবস্থান। কম আয়ের মানুষ প্রোটিনের চাহিদা মেটায় এই ডিম থেকে। সেই ডিম বেশ কিছু দিন ধরে বিক্রি হচ্ছে ডজন ১৫০ টাকা দরে।বিক্রেতারা বলছেন, অতিরিক্ত গরমে মুরগী মারা যাওয়াতে ডিমের দাম বেড়েছে।
চড়া দাম মুরগীরও। ব্রয়লারই কিনতে হচ্ছে ২২০ টাকা কেজি দরে। সোনালি মুরগী ৩৬০ থেকো ৩৭০ টাকা। দেশী মুরগী কেনার সাধ্য নেই নিম্ন আয়ের মানুষের, কারণ কেজি ৭০০ টাকা। আর গরুর মাংস ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকায়।
বাজারে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে কেন দামের এতো পার্থক্য তা খুঁজে বের করে সমাধানে জোর দেয়ার আহবান জানান ক্রেতারা।