১৮/০৬/২০২৫, ২৩:০৯ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:০৯ অপরাহ্ণ

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সব আসামিকে খালাস দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন।

গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের বিষয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানসহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন। আদালত রায়ে তাদের বিরুদ্ধে আগে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন।

তিনি জানান, হাইকোর্টের আদেশ বিচারিক আদালতে আসলে রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমানসহ অন্যদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন আদালত।

এনএ/

দেখুন: ১৫ আগস্ট: ধানমন্ডি ৩২ নাম্বার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন