আজ থেকেই বাড়ছে বৃষ্টির প্রবণতা। সামনে বৃষ্টিপাত আরও বাড়ার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আগামী তিন দিন দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আশঙ্কা রয়েছে পাহাড় ধসেরও।
কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ ছিল রাজধানীবাসী। অবশেষে সেই অনুভূতি কমিয়ে ভোর থেকে রাজধানীর প্রায় সব এলাকায় থেমে থেমে বৃষ্টি ঝরেছে। কোথাও কোথাও আবার রোদের দেখা মিলেছে।
এরই মধ্যে ভারী বর্ষণের সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীসহ দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা বলছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানায়, কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ভূমি ধসের শঙ্কা রয়েছে। তাই পরামর্শ দেয়া হচ্ছে সতর্ক থাকার।
এদিকে, বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় সকল নদীবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ।